ঢাকা, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক 

 প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৫:১০ বিকাল  

ছবি: ইন্টারনেট

ইনজুরির কারণে খেলা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে, থাকবেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও। এর মধ্যেই সাকিব আল হাসান নাম লিখিয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এই টুর্নামেন্টে গলে গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তিনি।  

বাংলাদেশি অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল।  সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার এলপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন। মুশফিকুর রহিমসহ আরও চারজন ক্রিকেটার এতে নাম লিখিয়েছেন বলে জানা গেছে।

আগামী ৩০ জুলাই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২০ আগস্ট। এলপিএলের ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন। পুরো আসর খেলা হবে না সাকিবের। জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। এজন্য সাকিব খেলতে পারবেন শুধু শুরুর ম্যাচগুলো।  

সাকিব ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে এলপিএলের দলগুলো। এর মধ্যে ডেভিড মিলার (জাফনা কিংস), বাবর আজম (কলম্বো স্টার্স), ম্যাথু ওয়েড (ডাম্বুলা জায়ান্টস), তাব্রাইজ শামসি (ক্যান্ডি ওয়ারিয়র্স) নাম লিখিয়েছেন। সাকিবের গল গ্ল্যাডিয়েটর্স দেশি কোটায় ভিড়িয়েছে দাসুন শানাকা,ভানুকা রাকাপাকশেকে।

দৈনিক সরোবর/এমএইচ