রিয়াদ-এনামুলের ব্যাটে বরিশালের লড়াকু সংগ্রহ
প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২৩, ০৪:০৫ দুপুর

বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের খেলা মাঠে গড়াচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে ঢাকা ডমিনেটর্স ও ফরচুন বরিশাল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। আগে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়ের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে বরিশাল।
টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম থেকেই দেখে শুনে ব্যাট করতে থাকেন বরিশালের ব্যাটাররা। উদ্ধোধনী জুটিতে ৪২ রান করেন এনামুল হক বিজয় ও সাইফ হাসান। ১৯ বলে ১৫ রান করে সাইফ আউট হলে, সাকিব আল হাসানও দ্রুত সাজঘরের পথ ধরেন। এরপরনিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
তবে উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন বিজয়। ৩৫ বলে ৪২ রান করে সাজঘরে ফেরার পর ইনিংসের হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। খেলেন ২৭ বলে ৩৯ রানের এক কার্যকরী ইনিংস। সবশেষ রিয়াদ ও করিম জান্নাতের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ১৫৬ রানের সম্মানজনক পুঁজি পায় সাকিবের দল।
ঢাকার হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন আমির হামজা। একটি করে উইকেট নেন সালমান, মুক্তার আলী, শরীফুল, নাসির ও সৌম্য সরকার।
দৈনিক সরোবর/এমআর