সৌম্যর ফিফটি পরও বড় পুজি সংগ্রহে ব্যর্থ ঢাকা
প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৩, ০৮:৪৭ রাত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডমিনেটর্স ও খুলনা টাইগার্স। আসরে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই ঢাকা ডমিনেটর্স সামনে। এমন এক ম্যাচে সৌম্য বাদে কারো ব্যাটে রান আসেনি। অফফর্ম কাটিয়ে হাফসেঞ্চুরি উপহার দিলেন সৌম্য সরকার। কিন্তু তার দল ঢাকা ডমিনেটর্স ধুঁকলো ঠিকই।
খুলনা টাইগার্সের বিপক্ষে ১৯.৪ ওভারে ১০৮ রানেই গুটিয়ে গেছে নাসির হোসেনের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক ইয়াসির আলি রাব্বি।
দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে খুলনা। ৫ ম্যাচের দুটি জিতে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে তারা। অন্যদিকে ৭ ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতে ঢাকা।
এক সৌম্য ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি। প্রথম সাত ব্যাটারের মধ্যে সৌম্যই একমাত্র দুই অংক ছুঁয়েছেন। ৪৫ বলে ৬ চার আর ২ ছক্কায় সৌম্যর উইলো থেকে বেরিয়ে আসে ৫৭ রানের ইনিংস।
ঢাকার এই ধ্বংসযজ্ঞ ঘটানোর নায়ক নাহিদুল ইসলাম। খুলনা টাইগার্সের এই অফস্পিনার ৪ ওভারে মাত্র ৬ রান খরচায় একাই নেন ৪ উইকেট। আরেক স্পিনার নাসুম আহমেদ ১১ রানে নেন ৩টি উইকেট।
খুলনা একাদশ
তামিম ইকবাল, শাই হোপ, মাহমুদুল হাসান জয়, আজম খান, ইয়াসির আলি রাব্বি (অধিনায়ক), আমাদ ভাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ।
ঢাকা একাদশ
উসমান গনি, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, অ্যালেক্স ব্ল্যাক, আমির হামজা, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সালমান ইরশাদ।
দৈনিক সরোবর/ আরএস