মাটিচাপা পড়ে মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশি
সরোবর ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৩, ০৯:০৮ রাত
মালয়েশিয়ায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকদের নাম পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে দেশটির মাচাং জেলার কাম্পুং মাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান তারা। ঐ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে মাচাং হাসপাতালে পাঠানো হয়।
দৈনিক সরোবর/এএস