add

ঢাকা, বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

পাহাড় কেন অশান্ত হয়ে গেছে সেটা প্রমাণিত হয়ে গেছে: মঈন খান

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৪, ০৪:৩৬ দুপুর  

পাহাড় কেন অশান্ত হয়ে গেছে সেটা প্রমাণিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সরকার কোন খেলায় মেতেছে, সেটা তো সরকারই বলতে পারবে। সরকার এক সময় জুজুর ভয় দেখানোর জন্য আইএস (ইসলামিক স্টেট) নাটক করেছিল। এখন সরকার আবার নতুন নাটক করছে কি না, সেটা তো সরকারই বলতে পারবে। 

মঙ্গলবার সদ্য কারামুক্ত বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। 

মঈন খান বলেন, দেশ চালায় সরকার। সমস্ত ক্ষমতা তাদের হাতে। কোথায় কুকি-চিন রয়েছে, আর সেখানে দুরবিন-মাইক্রোস্কোপ দিয়ে বিএনপিকে আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। এটা তো সরকারের ব্যর্থতা। পাহাড় কেন অশান্ত হয়ে গেছে সেটা প্রমাণিত হয়ে গেছে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই দেশের মানুষ তার নিজ নিজ অধিকার নিয়ে বেঁচে থাকুক। বাংলাদেশের মানুষের ভোটের, কথা বলার, গণতান্ত্রিক অধিকার ফিরেয়ে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করছে বলেও জানান মঈন খান।

দৈনিক সরোবর/এএস