ইসির চিঠিতে ‘ভ্রুক্ষেপ’ নেই বিএনপির
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৭:২৬ বিকাল

আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়কে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হলেও এ বিষয়ে ‘ভ্রুক্ষেপ’ নেই বিএনপির। নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের কার সইয়ে মনোনয়ন দেওয়া হবে, তা রাজনৈতিক দলগুলোকে লিখিতভাবে ইসিকে জানাতে হয়। ইসি তফসিল ঘোষণার সাতদিনের মধ্যে এটি জানানোর জন্য দলগুলোকে চিঠি পাঠিয়েছে।
সূত্রমতে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিএনপির ই-মেইলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তবে, দলের পক্ষ থেকে এটি কেউ স্বীকার করেনি।
জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ইসি কী চিঠি দিয়েছে জানা নেই আমার। বরং আমি জানি নয়াপল্টনে ইসির চিঠি ফেলে রাখা হয়েছে। সেখানে ধুলোয় ইসির চিঠি লুটোপুটি খাচ্ছে।
দৈনিক সরোবর/এএস