দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৮:২০ রাত

ছবিঃ প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, নির্বাচন এলে ওরা দেশকে কিভাবে অচল করবে, কিভাবে দেশকে অন্ধকারাচ্ছন্ন করবে ওই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। দেশের মানুষ বুঝে গেছে, আমলে নিয়েছে। তারা (বিএনপি) জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে। ধ্বংস করতে পারে। অন্ধকারে ষড়যন্ত্র করতে পারে। ওদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
রবিবার দুপুরে ভোলার চরফ্যাশনে নবনির্মিত দুলারহাট থানা ভবনের উদ্বোধনকালে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি আধুনিক খাসমহল মসজিদে সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মরহুম এমএম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। ওই অনুষ্ঠানে তিনি অধ্যক্ষ নজরুলের সততা আর নিষ্ঠার কথা তুলে ধরে তার ছেলে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের প্রশংসা করেন।
এছাড়া জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেওয়াসহ শেখ রাসেল শিশুপার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাশন স্কয়ার, বাস টার্মিনালসহ উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী।
দৈনিক সরোবর/এএস