জামায়াত নির্বাচন করতে পারবে কি না তা ইসি দেখবে: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৩, ০৪:৪২ দুপুর

ছবিঃ প্রতিনিধি
জাতীয় নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে কি না, সেটা নির্বাচন কমিশন দেখবে বলে মন্তব্য করেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, জামায়াতের ব্যাপারে ইসি যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব।
শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না বা তাদের নিবন্ধন দেওয়া হবে কি না; সেটা সরকার নয়, নির্বাচন কমিশন দেখবে।
দ্বাদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু হবে জানিয়ে এম এ মান্নান বলেন, আগামী জাতীয় নির্বাচন যে সুষ্ঠু হবে তা দেশের মানুষ জানে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
দেশের ব্যাংক খাত নিয়ে মন্ত্রী বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এর জন্য স্পেশাল কোনো আইন তৈরি করবে না।
দৈনিক সরোবর/এএস