add

ঢাকা, শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

আপিল বিভাগ

রাষ্ট্রপতির সঙ্গে নতুন বিচারপতিদের সাক্ষাৎ

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: মে ১৫, ২০২৪, ০৮:১৪ রাত  

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যান।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার প্রার্থীদের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। বিচার প্রার্থীরা যাতে সহজে ন্যায় বিচার পেতে পারে সেজন্য সর্বোচ্চ আদালতসহ সকল আদালতের বিচারকরা সর্বাত্মক প্রয়াস চালাবেন।

নতুন বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণ যাতে দ্রুত ও সহজে ন্যায় বিচার পায় সেজন্য নতুন বিচারপতিরা তাদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।

দৈনিক সরোবর/এএস