ঢাকা, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ভোটের মাঠে

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৬:৩৭ বিকাল  

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সাত লাখ ৪৭ হাজার ৩২২ জন  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। 

এর আগে সম্ভাব্য বাজেট নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে ইসির বৈঠক হয়।

অশোক কুমার দেবনাথ বলেন, ভোটের মাঠে আনসার ৫ লাখ ১৬ হাজার, পুলিশ ও র‌্যাব এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫ জন, বিজিবি ৪৬ হাজার ৮৭৬ জন থাকবেন।

দৈনিক সরোবর/এএস