ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৪:৫১ দুপুর  

সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোর পরেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের গারদের পাশে ককটেল দুটির বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

হঠাৎ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গনে। সবাই এদিক ওদিন ছোটাছুটি শুরু করেন।

ককটেল বিস্ফোরণ স্থানের কয়েক মিটার দূরেই জুতা সেলাইয়ের কাজ করছিলেন শ্রীবাস দাস। তিনি বলেন, আমি পাশেই জুতা কালির কাজ করছিলাম। হঠাৎ করে পাশে এই বিস্ফোরণ। আমি অনেক ভয় পেয়ে যাই। তবে কে বা কারা ফেলেছে আমি দেখিনি।

দৈনিক সরোবর/এএস