ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

বন্ধ জাহাজ চলাচল

সেন্টমার্টিনে আটকা কয়েকশ পর্যটক

কক্সবাজার প্রতিনিধি 

 প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৮:৩৪ রাত  

বঙ্গোপসাগরে নিম্নচাপে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। এতে করে সেন্টমার্টিনে কয়েকশো পর্যটক আটকা পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও কি পরিমাণ পর্যটক সেন্টমার্টিন দ্বীপে আটকা সেটি জানে না টেকনাফ উপজেলা প্রশাসন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিনে পর্যটক যারা আটকা পড়েছেন, তারা ভালো এবং নিরাপদে আছে। তবে কি পরিমাণ পর্যটক আটকা পড়েছে সেটি আমার জানা নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কিন্তু কি পরিমাণ পর্যটক আটকা পড়েছে তার সঠিক কোনো তথ্য জানা নেই। তবে পর্যটকরা নিরাপদে রয়েছে।

স্কুয়াবের সাবেক সাধারণ সম্পাদক, টুয়াক সদস্য জাহাজ মালিক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, কি পরিমাণ পর্যটক আটকা পড়েছেন তার সঠিক কোনো তথ্য নেই।

দৈনিক সরোবর/এএস