ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

ডিজিটাল জীবনমান সূচক প্রকাশ

বাংলাদেশ ১২১ দেশের মধ্যে ৮২তম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৮:৪২ রাত  

ডিজিটাল জীবনমান সূচকে ১২১টি দেশের তালিকায় বাংলাদেশে ৮২তম অবস্থানে রয়েছে। এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক সম্প্রতি ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স ২০২৩’ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে গত বছরের তুলনায় বাংলাদেশের পাঁচ ধাপ অবনমমন হয়েছে।

ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণে ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-সরকার— পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের প্রতিবেদনটি করা হয়।

ডিজিটাল জীবনমানে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ হচ্ছে ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি ও লুক্সেমবার্গ। তালিকায় সবশেষে আছে ইয়েমেন। এই তালিকায় ভারত ৫২তম অবস্থানে এবং পাকিস্তান ৯৩তম অবস্থানে রয়েছে। সূচক অনুযায়ী বাংলাদেশে ইন্টারনেটের গতি বৈশ্বিক গড়ের চেয়ে ৫% কম।

১২১টি দেশের তালিকায় বাংলাদেশে ৮২তম অবস্থানে রয়েছে

বাংলাদেশে ইন্টারনেটের গতি বৈশ্বিক গড়ের চেয়ে % কম

ইন্টারনেটের গতিতে সবার চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। বৈশ্বিক গড় ৫৩ এমবিপিএস হলেও সিঙ্গাপুরে ইন্টারনেটের গতি ৩০০ এমবিপিএস। এই তালিকায়ও সবার শেষে ইয়েমেন। দেশটির ইন্টারনেটের গড় গতি ১১ এমবিপিএস।

বাংলাদেশে মোবাইল ফোনের ইন্টারনেট গড় গতি ২০ এমবিপিএস। মোবাইল ফোনের ইন্টারনেটের গতিতে ৩১০ এমবিপিএস নিয়ে সবার শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। ১০ এমবিপিএস গতি নিয়ে এই তালিকায় সবার শেষে ভেনেজুয়েলা।

গত বছেরের তুলনায় বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গতি ৪১% বৃদ্ধি পেয়েছে, ব্রডব্যান্ড গতি ২৩% বৃদ্ধি পেয়েছে। ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশ ৭৩তম স্থানে রয়েছে, এটি মূলত একটি দেশের ডিজিটাল পরিষেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রস্তুতির নির্ণায়ক। এক্ষেত্রেও বাংলাদেশ বৈশ্বিক গড়মানের নিচে রয়েছে। ইন্টারনেট ক্রয়ক্ষমতার দিক থেকে বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান ৭৭তম। ই-সিকিউরিটি র‌্যাংকিয়ে বাংলাদেশ ১০ ধাপ নেমে বিশ্বে ৮৫তম স্থানে রয়েছে।