ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

ঢাকায় হবে সিঙ্গাপুরের হাই কমিশন

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৭:৩৪ বিকাল  

সিঙ্গাপুর সরকার ঢাকায় তাদের কনস্যুলেটকে হাইকমিশনে উন্নীত করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বালাকৃষ্ণান এই আশ্বাস দেন।

ঢাকায় পূর্ণাঙ্গ মিশন প্রতিষ্ঠার সিঙ্গাপুর সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই পদক্ষেপ উভয় দেশের জন্যই লাভজনক হবে। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন বাংলাদেশে বিশেষ করে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরো বিনিয়োগের জন্য সিঙ্গাপুর সরকারের প্রতি আহ্বান জানান।
দুই মন্ত্রী বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

দৈনিক সরোবর/এএস