ঢাকা, রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে: এলজিআরডিমন্ত্রী

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৩, ২০২৩, ০৭:১৩ বিকাল  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এজন্য দেশে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। দেশ-বিদেশে থেকে যে কেউই সম্পদ অর্জন করে দেশের উন্নয়ন করতে পারেন। আসুন, সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করি।

শুক্রবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। শুধু মুখে বললে হবে না। বাস্তবে কাজ করতে হবে। এটার জন্য সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা কীভাবে অর্জন করব? এটার জন্য ফার্স্ট প্রায়োরিটি হেলথ অ্যান্ড এডুকেশন।

৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথমেই কমিউনিটি ক্লিনিক করেছে। বঙ্গবন্ধুর কথা বলি, তিনি ৭০০ ডলারের বাজেট দিয়েছিলেন। আজ আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় নির্মাণে বিরাট ভূমিকা পালন করেছিলেন। এভাবেই বাংলাদেশ আজকের উন্নয়নশীল দেশে এসেছে।