মাঠ প্রশাসন কল্যাণ সমিতি: সভাপতি জাহিদুল মহাসচিব ইউনুছ
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৭:৩৭ বিকাল

বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলাম। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ- (আইডিইবি) এ সমিতির সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগম এবং তেজগাঁও রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।
দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠনটি।