মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার ১১
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৯:০০ রাত
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযানে বোবা বিরিয়ানির ইরফানসহ ১১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ভোররাতে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে এদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি জানান, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের মাদক কারবারি ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে আজ ভোররাতে পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে বোবা বিরিয়ানির আলতাফের ছেলে ইরফানেরসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে।
পুলিশ ও ক্যাম্প সূত্র জানান, দুই মাস ধরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে কিছুটা স্বস্তি ফিরেছে। এরই মধ্যে ক্যাম্পের অন্যতম মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ক্যাম্পে বিভিন্ন সময় অভিযান চালিয়ে শতাধিক মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেনেভা ক্যাম্পের একজন বাসিন্দা, ক্যাম্পের বোবা বিরিয়ানির মালিক আলতাফ ও তার ছেলে মাদক কারবারি চক্রের অন্যতম হোতা। সাম্প্রতিক বিভিন্ন সংঘর্ষে অস্ত্রসহ আলতাফ ও তার ছেলেদের দেখা গেছে। এ সংক্রান্ত ভিডিওচিত্রও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আলতাফের পরিবারের সদস্যরা বিরিয়ানি ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছিল।
এছাড়াও ইরফান ওরফে হাবলা ইরফান ক্যাম্পের সাবেক ইয়াবার গডফাদার ইশতিয়াকের ম্যানেজার জাবেদ ওরফে নাটা জাবেদের হয়ে মাদকের কারবার নিয়ন্ত্রণ করছিল। মাদক বিক্রির জন্য তার কয়েকটি গ্রুপও রয়েছে।
দৈনিক সরোবর/ইএইচপি