ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

‘সব সংস্কার এই সরকার করবে তা মনে করার কারণ নেই’

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৬:১৮ বিকাল  

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকার সব সংস্কার করে দিতে পারবে এটা মনে করার কোনো কারণ নেই। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশিদের সহায়তায় সবগুলো সমস্যা সমাধান করে দেবে, এমনটা যদি ভাবা হয়, তাহলে আমরা ভ্রান্ত জগতে বসবাস করি। এখানে প্রত্যককে যার যার দায়িত্ব পালন করতে হবে।

শনিবার সেন্টার ফর গভর্ননেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে তিনি এসব কথা বলেন।

সকালে রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অর্থনৈতিক নীতিমালা নিয়ে বক্তারা আলোচনা করেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কারের জন্য যে আলোচনা হচ্ছে, সেটা উপরি কাঠামোর আলোচনা। যে কোনো রাষ্ট্র অর্থনীতির ভিত্তির ওপর দাঁড়ায়। অর্থনীতিই নির্ধারণ করবে কীভাবে আগাবো। যেসব নাগরিক কাজ করেছেন, আপনারা কি একবারও শুনেছেন ভূমিহীন মানুষের কি হবে? কৃষিপণ্যের ন্যায্যমূল্য দেবো- এই আলোচনা ওনাদের (সরকার) মধ্যে দেখি না।

সংস্কার প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, বর্তমান সরকারের দুইটা ধারা। একটা হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। এই সংস্কারের জন্য কমিশন হচ্ছে। আরেকটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। সেই নির্বাচনী ব্যবস্থার জন্য বিভিন্ন উদ্যোগের কথা বলছি। ইসির জন্য শিগগির কোনো একটা সার্চ কমিটি হবে। কিন্তু এর বাইরে রয়েছে অর্থনৈতিক সংস্কারগুলো। আমাদের অনুধাবন করার বিষয় হলো ওপরের দুইটি ধারার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কী, সেটার জন্য আমাদের সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, সংস্কারের দুইটা অংশ, একটা জমে থাকা সংস্কার। দ্বিতীয়ত হলো আমাদের উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য। অর্থনৈতিক পরিস্থিতিতে সংস্কার বলেন আর যাই বলেন, সেখানে যদি স্থিতি না পাই তাহলে আমার প্রাতিষ্ঠানিক সংস্কার বা নির্বাচনী ব্যবস্থার দিকে আগানোর যে গতি দুইটাই কিন্তু অন্য রকমভাবে প্রভাবিত হবে। কেউ যদি মনে করেন আমরা শুধু প্রতিষ্ঠানিক বা নির্বাচনী সংস্কারের কথা বলবো। তবে অর্থনৈতিক বিষয়গুলো তারমতে চলবে, তাহলে আমরা ভুল বুঝতে পারছি।

অন্তর্বর্তী সরকারে করণীয় বিষয়ে আলোকপাত করে দেবপ্রিয় বলেন, আমাদের প্রকৃত মজুরি রক্ষা করতে হবে, কৃষিপণ্যের ন্যায্যমূল্য দিতে হবে। একই রকমভাবে সুরক্ষা খাতগুলোও রক্ষা করতে হবে। ছাত্রদের আবার শিক্ষাপ্রতিষ্ঠানে নিতে হবে, স্বাস্থ্যসেবা যেন ঠিকমতো চলে সেটা করতে হবে, আইন-শৃঙ্খলার সুরক্ষা সবাইকে একই রকম দিতে হবে।

অর্থনীতির বিভিন্ন সমস্যা তুলে ধরে এফবিসিসিআই কমিটি চেয়ার আসিফ ইব্রাহিম বলেন, এখন পর্যন্ত জাতীয়ভাবে পণ্যের দাম নির্ধারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে মূল্যস্ফীতি কমছে না। ব্যাংকিং খাতে অরাজকতা সৃষ্টি হয়েছে। পুঁজিবাজার ও ব্যাংকিং খাত ঢেলে সাজানো উচিত। দাতা সংস্থার কাছে থেকে সফট লোন নেওয়ার ব্যাপারে জোর দেওয়া উচিত। কারেন্সি সোয়াপে জোর দেবো না। এটা ভালো ফল এনে দেবে না।

তিনি আরো বলেন, বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার কার্যক্রম শক্তি প্রয়োগ নয়, সাপ্লাই চেইন ম্যাকানিজমে মনোযোগ দিতে হবে।

বিসিআই এর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল বলেন, ঘুস ছাড়া কিছুই হচ্ছে না। একটা জেনারেশনকে আমরা নষ্ট করছি। এই সংস্কৃতি বদলাতে হবে।

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিস এর সভাপতি এম এস শেকিল চৌধুরী বলেন, ব্যাংকটাকে পলিটিক্যাল পণ্য বানানো হয়েছে। উদ্যোক্তারা বাণিজ্যিক লিডার হননি, পলিটিক্যাল লিডার হয়েছেন।

এফবিসিসিআই এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাজার ঠিক রাখা ও সাপ্লাই চেইন ঠিক রাখতে অবকাঠামো করা দরকার। এখনও সনাতনী পদ্ধতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিপণন চলছে। এই জায়গায় সংস্কার প্রয়োজন।

আরেক সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন বলেন, বাজার ব্যবস্থাপনা, দুর্বৃত্তায়ন দূর না হলে মূল্যস্ফীতি কমবে না। ব্যবসায়ীরা গ্যাস পাচ্ছেন না, বিদ্যুৎ পাচ্ছেন না। ডলার সংকটে আমরা এলসি করতে পারছি না। এত চাপ যখন বেসরকারি খাতের ওপর পড়ে, তাহলে আমরা কীভাবে টিকে থাকবে জানি না।

শিক্ষাব্যবস্থার পরিবর্তন দরকার জানিয়ে তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড লোক দরকার। আমরা সঠিক লোক পাই না। বেসরকারি খাত একটা দুর্নামের মধ্যে পড়েছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত হন। অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন।

এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু বলেন, সবাই সব সমস্যার কথা বলেছেন। কিন্তু সমাধান করবে কে? বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? ঘণ্টা বাঁধার লোক তো সরকারে নেই, এখানেও নেই।

পরিসংখ্যানের তথ্য পুরোপুরি ভুল বলে জানান এই ব্যবসায়ী। বলেন, সব সংস্কার যদি এই সরকার করতে চায়, সেটা তারা করতে পারবে না। রাজনীতিবিদদের একতাবদ্ধ করে পরবর্তী সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে।

দৈনিক সরোবর/এএস