ঢাকা, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

ইসি’র সংবাদ সম্মেলন বৃহস্পতিবার, পদত্যাগের আভাস

সরোবর ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৯:১৮ রাত  

শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় বৃহস্পতিবার কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন পদত্যাগের প্রস্তুতি নিয়েছে বলে বিবিসি জানতে পেরেছে। এরই মধ্যে পদত্যাগপত্র লেখাসহ সব কাজ শেষ করে রেখেছে বলে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরগুলো নিশ্চিত করেছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলন ডেকেছে নির্বাচন কমিশন। সেখানে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে কমিশনের কর্মকর্তারা আভাস দিয়েছেন।

বুধবার বিকেলে নিজ কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের কাছে সংবাদ সম্মেলনের ব্যাপারে জানতে চান সাংবাদিকরা। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, কালই পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানাবেন।

বিবিসি বাংলা এ নিয়ে কয়েকজন নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগের চেষ্টা করেছে।এর মধ্যে একজন নির্বাচন কমিশনার বিবিসি বাংলাকে, আমরা আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন। এরপর আমাদের আর চেয়ারে পাবেন না। তবে তিনি তার নাম প্রকাশ না করার অনুরোধ জানান।

গত এক দশকে দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্নের পর ২০২২ সালের পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে গঠিত হয় নতুন এই নির্বাচন কমিশন। প্রশ্ন হচ্ছে এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সবাইকে কেন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন। জবাবে নির্বাচন বিশ্লেষক ড. তোফায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেন, তারা পদে বসে ভাল কোন নির্বাচন করতে পারেননি, উল্টো ক্ষমতাসীনদের ইচ্ছা বাস্তবায়ন করেছে। যে কারণে সরকার পরিবর্তনের পর তারা পদে থাকতে চাচ্ছেন না।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগের পরই কয়েক দফায় বৈঠক করে নির্বাচন কমিশন। এসময় কমিশনাররা তাদের নিজেদের মধ্যে পদত্যাগের আলোচনাও করেন।
বুধবার দুপুরে সিইসি ও তিনজন নির্বাচন কমিশনার বৈঠক করেন। এই বৈঠকে সিইসি আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, রাশেদা সুলতান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। তবে, এদিন উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার মোঃ আনিসুর রহমান।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় করবে নির্বাচন কমিশন। তবে তার কারণ জানানো হয় জনসংযোগ শাখার পাঠানো ওই বার্তায়।
পরে বিকেলে একজন নির্বাচন কমিশনার তার নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, আমাদের কেউ পদত্যাগ করতে বলেনি, আমরা নিজে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। কাল সে বিষয়ে ঘোষণা দিয়ে জানানো হবে।

নির্বাচন কমিশনারদের দপ্তরের কর্মকর্তাদের দুই জন বিবিসি বাংলাকে জানিয়েছেন, এরই মধ্যে সিইসি ও চারজন কমিশনার তাদের কার্যালয় ত্যাগ করতে তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। লিখে রাখা হয়েছে পদত্যাগপত্রও। কেন পদত্যাগের সিদ্ধান্ত?: গত ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগের পরই কয়েক দফায় বৈঠক করে নির্বাচন কমিশন। এসময় কমিশনাররা তাদের নিজেদের মধ্যে পদত্যাগের আলোচনাও করেন।

বুধবার দুপুরে সিইসি ও তিনজন নির্বাচন কমিশনার বৈঠক করেন। এই বৈঠকে সিইসি মি. আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবীব খান, রাশেদা সুলতান ও মো. আলমগীর উপস্থিত ছিলেন। তবে, এদিন উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার মো. আনিসুর রহমান। বৈঠক শেষে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় করবে নির্বাচন কমিশন। তবে তার কারণ জানানো হয় জনসংযোগ শাখার পাঠানো ওই বার্তায়।

পরে বিকেলে একজন নির্বাচন কমিশনার তার নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, আমাদের কেউ পদত্যাগ করতে বলেনি, আমরা নিজে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। কাল সে বিষয়ে ঘোষণা দিয়ে জানানো হবে। নির্বাচন কমিশনারদের দপ্তরের কর্মকর্তাদের দুই জন বিবিসি বাংলাকে জানিয়েছেন, এরই মধ্যে সিইসি ও চারজন কমিশনার তাদের কার্যালয় ত্যাগ করতে তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে। লিখে রাখা হয়েছে পদত্যাগপত্রও। সূত্র:বিবিসি নিউজ বাংলা
 
দৈনিক সরোবর/এমই