ঢাকা, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

সরোবর প্রতিবেদক 

 প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০৪:৫৬ দুপুর  

দেশে চলমান পরিস্থিতিতে ১৯ জুলাই থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ৷যেসব যাত্রী ট্রেনের টিকিট কেটেছিলেন তাদের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে, গত ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। যেসব যাত্রী অনলাইন থেকে টিকিট কিনেছেন তারা অনলাইনে এবং যারা কাউন্টার থেকে কিনেছেন তাদের কাউন্টারের মাধ্যমে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

রেলওয়ের অনলাইন টিকিট বিক্রির প্রতিষ্ঠান সহজ ডট কমের সিইও সন্দ্বীপ দেবনাথ সংবাদমাধ্যমকে বলেন, রেলের সিদ্ধান্ত অনুযায়ী বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। অনেক টিকিট জমে গেছে, গ্রাহকদের ভেরিফাই করে অর্থ ফেরত দিতে একটু সময় লাগতে পারে। তবে বিক্রিত টিকিটের অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে, যারা টিকিট কিনেছিলেন সবাই এই অর্থ ফেরত পাবেন।

এদিকে, সারাদেশে ট্রেনে চলাচলের সিদ্ধান্ত এখনো আসেনি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দৈনিক সরোবর/এএস