ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

জন্মের শর্ত

শাহনেওয়াজ কবির ইমন

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৪, ০৭:০৪ বিকাল  

যমুনার কোলে, বসত গেল ঢলে।
নগ্ন আকাশ তলে রোদ বৃষ্টি জলে,
অসহায় মানুষের হৃদয় ভাঙে গাঙে;
অপারগ শরীর ক্ষুধা তৃষ্ণায় ভাঙে।

তিলে তিলে গড়া সোনার সংসার,
মুহূর্তেই গিলে খায় কালের গহ্বর।
হারায় না মানুষ, হারায় অবলম্বন,
হাহাকার নিয়ে খুঁজে ফেরে প্রিয়জন।

চলে গেছে জমি, হালের দুটো গরু;
বাঁচানো যায় নাই খোয়া গেছে জরু।
কত সাধ করে বেঁধেছিল ঘরখানা;
আসছে ঈদে চেয়েছিল পুঁতির মালা।

মালা পরে রয়, স্মৃতিতে প্রথিত হয়
ধূসর সে ব্যথা আর বিমূর্ত পরিচয়।
ভালোই হয়েছে ডুবে গেছে সব আশা,
সে গেছে চলে সাথে নিয়ে ভালোবাসা।

যার কিছু নেই, সে হারায় বারংবার!
বাবুরা ফিরে পায় বিস্তীর্ণ চরাচর।
খুশিতে চমক, লাঠিয়াল বাঁধে ঘর।
বিধাতার খেলা কত না চমৎকার!

কেন তুমি গড়, ফের কেন যে ভাঙো;
এমন খেলায় জীবন হলো যে সাঙ্গ।
কেন যে পাঠালে এমন কঠিন মর্ত্য;
জানি না কী কথা ছিল জন্মের শর্তে।

দৈনিক সরোবর/কেএমএএ