ঢাকা, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

নরসিংদীতে সংঘর্ষ : আরো এক ছাত্রদল কর্মীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

 প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০১:০০ দুপুর  

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নরসিংদীতে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী আশরাফুল(২২) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তার।

আশরাফুলকে উদ্ধার করে নিয়ে আসা আকাশ বলেন, গতকাল নরসিংদী জেলা ছাত্রদলের বঞ্চিত নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের সময় সংঘর্ষে আশরাফুল ও সাদেকুর রহমান সাদেক গুলিবিদ্ধ হয়। গতকাল সাদেকুর রহমান সাদেক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর আজ চিকিৎসাধীন অবস্থায় ২০২ নম্বর ওয়ার্ডের দুই নাম্বার বেডে মারা যায় আশরাফুল। 

সে আরো জানায়, নিহত সাদেকুর রহমান সাদেকের মাথায় ও পিঠে গুলি লেগেছিল এবং আশরাফুলের পেটে গুলি লাগে।

গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর থেকে তা বাতিলের দাবিতে পদবঞ্চিতরা আন্দোলন শুরু করে। পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, গতকাল শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তাদের ওপর হামলা চালায় অপর পক্ষের ছাত্রদল নেতারা।