ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ইসরাইলের গ্যাসক্ষেত্রে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৩:২৪ দুপুর  

হামস ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছেন। কয়েক দিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত ইসরাইলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয়। যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগে আঘাত হানে।

শুক্রবার আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি এক বিবৃতিতে জানায়, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি।

তিরোধকামী সংগঠনটি অবশ্য বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে বর্বর আগ্রাসন ও ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইসরাইলি গ্যাস রিগে হামলা চালানো হয়েছে । সংগঠনটি আরো বলেছে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

ইরাকের বেশ কয়েকটি মার্কিনবিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামি প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে। গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে সংগঠনটি ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে। এর পাশাপাশি তারা ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তথ্য সূত্র: টাইমস অব ইসরাইল, ভার্চুয়াল জেরুজালেম

দৈনিক সরোবর/এএস