ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

গাজার হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৮:৩৪ রাত  

গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক বলেছেন, তাদের হাসপাতালে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ওই হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, নিহতের পাশাপাশি আহতের সংখ্যা আরও ডজনখানেক।

এদিকে গাজার আল শিফার হাসপাতালে ১৮০ ফুট দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পাওয়ার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবিকে নাকচ করে দিয়ে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক বলেছেন, টানেল খুঁজে পাওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে গাজার ওই হাসপাতালে সুড়ঙ্গের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল আইডিএফ।

আল-শিফা হাসপাতালকে ‘মৃত্যুপুরী’ আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বলেছে, হাসপাতালে অবস্থান করা প্রায় আড়াই হাজার লোককে ইসরায়েলি সেনাবাহিনী সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরও সেখানে ২৫ স্বাস্থ্যকর্মী এবং ৩২টি নবজাতকসহ ২৯১ জন রোগী ভর্তি রয়ে গেছে।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে গাজায় ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তথ্য সূত্র: বিবিসি, এএফপি

দৈনিক সরোবর/এএস