ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

আটকে থাকার পর অবশেষে ভারত ছাড়লেন জাস্টিন ট্রুডো

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৬:০৭ বিকাল  

ছবি ইন্টারনেট

অবশেষে নিজ দেশের উদ্দেশে ভারত ছেড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নির্দিষ্ট সময়সূচির ৪৮ ঘণ্টা পর তাকে ভারত ছাড়তে হলো। কারণ যে বিশেষ প্লেনটিতে তার ভারত ছাড়ার কথা ছিল সেটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপরই তিনি আটকা পড়েন।

জানা গেছে, গত রবিবার বিকেলে প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর হোটেলে ফিরতে হয় ট্রুডোকে। এরপর বিকল্প প্লেনের অপেক্ষায় ছিলেন তিনি। তবে দ্বিতীয় প্লেনটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে এটি যুক্তরাজ্যে মোড় নেয়।

কিন্তু এরইমধ্যে প্রথম প্লেনটিকে ত্রুটিমুক্ত করা হয়েছে এবং নিজ দেশের উদ্দেশে রওয়ান দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

দৈনিক সরোবর/এএস