ঢাকা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

কারাবন্দী সু চি অসুস্থ

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২৩, ০৮:০৯ রাত  

অসুস্থ হয়ে পড়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত বন্দি নেত্রী অং সান সু চি। দেশটির জান্তা সরকার তাকে দেখার জন্য বাইরে থেকে চিকিৎসক আনার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ৭৮ বছর বয়সী এই নোবেলজয়ীর কারাগারের চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছে।

সংশ্লিষ্ট সূত্র এবং সু চির প্রতি অনুগত ছায়া সরকার মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।  

জান্তা সরকারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, সু চি মাড়ি ফুলে যাওয়া রোগে ভুগছেন। তিনি ভালোভাবে খেতে পারছিলেন না। বমি ও ‘মাথাশূন্য’ বোধ করছেন। 

এ বিষয়ে কথা বলতে মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রকে রয়টার্স থেকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। 

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তার বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় এ পর্যন্ত মোট ১৯টি অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধের দায়ে তার মোট ৩৩ বছরের কারাদণ্ড হয়।

গত মাসে বৌদ্ধধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব উপলক্ষে দেশটির জান্তা সরকারের সাত হাজারের বেশি কারাবন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করে। এর আওতায় সু চিও পড়েছেন। তাকে পাঁচ মামলায় সাধারণ ক্ষমা করা হয়। ফলে তার কারাবাসের মেয়াদ ছয় বছর কমে ২৭ বছর হয়।

আগস্টে সু চিকে কারাগার থেকে রাজধানী নেইপিডোর একটি বাড়িতে নেওয়া হয়। সেখানে তিনি এখন বন্দি আছেন। তথ্য সুত্র: রয়টার্সের

দৈনিক সরোবর/এএস