ফের করোনা আক্রান্ত জিল বাইডেন
প্রকাশিত: সেপ্টেম্বর ০৫, ২০২৩, ০৫:৫৯ বিকাল

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন ফের করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার স্বাস্থ্য পরীক্ষার পর কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে সুস্থ আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্বাস্থ্য পরীক্ষায় তার করোনা নেগেটিভ ধরা পড়েছে।
তবে খুব বেশি গুরুতর নয় ৭২ বছর বয়সী জিল বাইডেনের শারীরিক অবস্থা। তার শরীরে করোনার মৃদু লক্ষণ ধরা পড়েছে। তিনি বর্তমানে ডেলওয়ারে অবস্থিত রিহোবথ বীচেই থাকবেন বলে তার কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
প্রায় এক বছর আগেও করোনায় আক্রান্ত হয়েছিলেন জিল বাইডেন। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেনের (৮০) কোভিড টেস্ট করা হয় এবং তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি।
তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, তার স্বাস্থ্য পরীক্ষা চলমান থাকবে এবং কোনো লক্ষণ দেখা যায় কি না তা পর্যবেক্ষণ করা হবে। তথ্য সুত্র: এএফপির
দৈনিক সরোবর/এএস