ঢাকা, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

সরোবর ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০৪:০৭ দুপুর  

জিম্মিদের মুক্ত করতে একটি চুক্তি করার দাবিতে ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। দেশটির প্রধান লেবার ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে।

গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ছয় ইসরায়েলি জিম্মির মৃতদেহ সৈন্যরা উদ্ধার করার পর দেশটিতে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের মধ্যে অনেক ইসরায়েলি পতাকা হাতে হাজার হাজার ইসরায়েলি তেল আবিব, জেরুজালেমসহ অন্যান্য শহরে নেমে আসে।

৭ই অক্টোবর হামলার সময় হামাসের হাতে বন্দি বাকি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার কোন কাজ করেনি বলে তারা অভিযোগ তোলে।

রবিবার শান্তিপূর্ণ বিক্ষোভ করলেও এক পর্যায়ে তারা জনতা পুলিশ লাইন ভেঙে তেল আবিবের একটি প্রধান মহাসড়ক অবরোধ করে।

ইসরায়েলি শ্রমিক ইউনিয়ন, হিস্তাদ্রুত, জিম্মিদের মুক্ত করে আনার ব্যাপারে একটি চুক্তির জন্য চাপ দিতে সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর আগে বলেছিল যে শনিবার দক্ষিণ গাজার রাফাহ এলাকার একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে ছয়টি মৃতদেহ পাওয়া যায়।

আইডিএফ জানিয়েছে যে শনিবার সৈন্যরা তাদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগে তাদের হত্যা করা হয়েছিল। তথ্যসূত্র: বিবিসি নিউজ বাংলা

দৈনিক সরোবর/এএস