add

ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১

শপথ নিলেন মোদি, অনুষ্ঠানে যোগ দিয়েছেন শেখ হাসিনা

সরোবর ডেস্ক 

 প্রকাশিত: জুন ০৯, ২০২৪, ০৮:৩০ রাত  

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

রবিবার বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা।

মোদির এই শপথ অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। প্রথমেই মোদিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। এরমাধ্যমে টানা তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। এরপর একে একে মন্ত্রীরা শপথ নিতে থাকেন। 

ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার ভারতে যান শেখ হাসিনা। তিনি ছাড়াও দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরের দেশগুলোর নেতারা এতে অংশ নিতে ভারতে গেছেন।

এরমধ্যে উল্লেখযোগ্য হলো- 

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ।
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল।
ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।

দৈনিক সরোবর/এমএস