add

ঢাকা, রবিবার, ১৪ জুলাই ২০২৪, ৩০ আষাঢ় ১৪৩১

‘সাভারে অগ্নিদগ্ধের কেউ শঙ্কামুক্ত নয়’

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: এপ্রিল ০২, ২০২৪, ০৩:৫৯ দুপুর  

সাভারের হেমায়েতপুরের ঘটনায় অগ্নিদগ্ধদের কেউ শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাভারের হেমায়েতপুরের ঘটনায় যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে কয়েকজনের শরীর ১০০ শতাংশ দগ্ধ রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন তাদের অবস্থা ঝুঁকিপূর্ণ। কেউ শঙ্কামুক্ত নয়।

ডা. সামন্ত লাল সেন বলেন, কয়েকজন কম দগ্ধ রয়েছে। তবে দগ্ধরা যতক্ষণ পর্যন্ত বাসায় না যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ শঙ্কামুক্ত বলা যাবে না।

দৈনিক সরোবর/এএস