ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, নতুন করে হাসপাতালে ৯১৪

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৬:০৪ বিকাল  

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় একজন এবং ঢাকার বাইরে তিনজন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯১৪। চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখে দাঁড়িয়েছে।

শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫৪৩। এর মধ্যে ঢাকা সিটির মধ্যে ৮৯৯ এবং ঢাকা সিটির বাইরের ৬৪৪। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৯৯ হাজার ৯৬৪। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৯৩ হাজার ২৩৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ২০৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৭১০ জন।

দৈনিক সরোবর/এএস