ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালকসহ ৩ কর্মকর্তা ওএসডি

সরোবর প্রতিবেদক 

 প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৮:০৭ রাত  

ড.ইউনূস দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ব্যাপক রদবদলের মধ্যে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দুই অতিরিক্ত মহাপরিচালককে।

মঙ্গলবার নিজ কর্মস্থল থেকে তাদের সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।এ কর্মকর্তারা হলেন- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বায়জীদ খুরশীদ রিয়াজ এবং অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) মো. কামরুল হাসান।

২০২২ সালের ডিসেম্বরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ টিটো মিঞা। মেডিসিনের এ অধ্যাপক আগে তিনি মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) ২০১৯-২৩ মেয়াদে নির্বাচিত কাউন্সিলর ছিলেন তিনি।

গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবখাতে পালাবদল চলছে। বাদ যায়নি স্বাস্থ্য অধিদপ্তরও।এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। রবিবার অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিনকে অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার পরিচালক ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ করা হলেও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। আওয়ামীলীগপন্থী চিকিৎসক, কর্মকর্তাদের অপসারণের দাবিতে এখনও বিক্ষোভ করছেন ‘বঞ্চিত’ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।

দৈনিক সরোবর/এমই