add

ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

খোলামেলা পোশাকে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন তৃপ্তি

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: মে ২৪, ২০২৪, ০৪:৪৩ দুপুর  

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি জাতিয় ক্রাশ হয়ে উঠেছিলেন তৃপ্তি দিমরি। খোলামেলা দৃশ্যে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন। সম্প্রতি বিকিনি পড়া ছবি শেয়ার করে আবারও মন জয় করেছেন ভক্তদের।

বৃহস্পতিবার (২৩ মে) তৃপ্তি দিমরি তার ইনস্টাগ্রামে ‘এটি যতো সহজ আসে, ততো সহজে যায়।’ ক্যাপশন লিখে একটি রিল শেয়ার করেছেন। যেখানে মেঘলা আকাশের নিচে মনোরম সমুদ্র সৈকতে হলুদ সুতির ট্রাউজার ও সাদা টপে উষ্ণতা ছড়াতে দেখা গিয়েছে। 

কুমার নামে এক ভক্ত সেই রিল ভিডিওতে লিখেছেন, এই ছবিটি ভালো লেগেছে চমৎকার, ট্রেন্ডি স্টাইলিশ। দেখতে অনেক সুন্দর, হলিউড সেলিব্রেটি বিউটি কুইন বিশেষ হলুদ রঙের প্লেট ভালো লেগেছে।’

আরেকজন ভক্ত লিখেছেন, দু’দিন আগে আমি ‘লায়লা মজনু’ দেখেছিলাম এবং তারপর থেকে আমি তোমাকে অনুসরণ করতে শুরু করেছি। তুমি এখন আমার প্রিয় হয়ে গিয়েছো। তোমার হেয়ার স্টাইল, পোশাক, ঠোঁট দেখলে আমার প্রিয় একজনের কথা মনে করিয়ে দেয়।

দৈনিক সরোবর/এমএস