ইনশাআল্লাহ মনোনয়ন পাবো: মাহি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৭:০৪ বিকাল

ছবি: ইন্টারনেট
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার বিকেলে তিনি এই মনোনয়ন ফরম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে জমা দেন।
মাহি বিকেল ৪টার কিছু পরে মনোনয়ন ফরম জমা দেন। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে তিনি এই ফরম সংগ্রহ করেন বলে ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই খবরটি নিশ্চিত করেছিলেন।
মনোনয়ন ফরম জমা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন মাহি। এসময় তিনি বলেন, আমার প্রত্যাশা ইনশাআল্লাহ আমি মনোনয়ন পাবো। আমি মনোনয়ন পেলে এবং বিজয়ী হলে প্রথম কাজ হবে, যেহেতু আমার এলাকা একটি কৃষি এলাকা, তাই আমি চেষ্টা করব তারা যেন পণ্যের ন্যায্যমূল্য পায়। আমার চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা নারী যেন কর্মসংস্থান হয় এনিয়ে কাজ করব।
মনোনয়ন ফরম নিতে লোকজন নিয়ে আসা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, এই শুভ দিনে আমার সাথে আমার এলাকার মানুষ আসবে এটাই স্বাভাবিক। আমার মনে হয় না, এটা আচরণবিধির লঙ্ঘন।
মনোনয়ন ফরম নিয়ে মাহি ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। ’
এছাড়া সংবাদমাধ্যমে তখন তিনি বলেছিলেন, ‘কে দলীয় মনোনয়ন পাবেন তা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি ঠিক করবেন। তবে আমার বেড়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। তাই এই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য ফরম তুলেছি।’
দৈনিক সরোবর/এনএ