ঢাকা, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৮:২৩ রাত  

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে সুখবরটি ইমরান নিজেই জানিয়েছেন। বুধবার নিজের ফেসবুকে ইমরান কয়েকটি ছবি প্রকাশ করেছেন। 

সেখানে নববধূর সঙ্গে প্রাণবন্ত ও হাস্যোজ্জলভাবে দেখা গেছে ইমরানকে। ভালোবাসা ও হাসিখুশিতে একাকার ছিলেন তারা।

ক্যাপশনে ইমরান লিখেছেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

এরপর ইমরান লিখেছেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।’

সবশেষে এ গায়ক লেখেন, ‘আমাদের জন্য  সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে উত্থান ইমরানের। এরপর কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে নিজের জাত চেনাতে খুব বেশি সময় নেননি তিনি।