ঢাকা, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

চুমু দেওয়া সেই ছেলেটিকে ভয় দেখিয়ে মাফ চাওয়ালেন শিরিন

বিনোদন ডেস্ক 

 প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৪:১৪ দুপুর  

ছবি: ইন্টারনেট

ভক্ত পরিচয় দিয়ে চুমু দেওয়া সেই মানসিক ভারসাম্যহীন ছেলেটিকে বাড়ি থেকে ডেকে এনে ভয়ভীতি প্রদর্শন করে মাফ চাওয়ালেন চিত্রনায়িকা শিরিন শিলা। ঘটনার ভিডিওটি তিনি নিজেই প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।

আজ বুধবার নিজের ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেছেন শিরিন শিলা। সেখানে দেখা গেছে, শুটিং ইউনিটের লোক নিয়ে ছেলেটিকে জেরা করছেন তিনি। তার সঙ্গে যারা উপস্থিত ছিলেন তাদের অনেকেই ছেলেটিকে পুলিশের ভয় দেখান। শিলাসহ অন্যরা ছেলেটিকে বলছিলেন, ‘পুলিশ আসছে, তোমাকে ধরে নিয়ে যাবে।’

এক পর্যায়ে ভীত সন্ত্রস্ত ছেলেটি শিলার পা ধরে মাফ চায়। এ সময় উপস্থিত কয়েকজন তাকে মারতে উদ্যত হয়  ওই ছেলেটিকে।

চুমু দেওয়া ছেলেটিকে শিরিন শিলা একাধিকবার বলেন, ‘তুমি যে এই কাজটি করলে, এখন তো এটি তো এখন ভাইরাল হয়ে গেল। এখন কী হবে?’

কিন্তু চুমু-কাণ্ডের পর শিরিন শিলা নিজেই ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেছেন। এতে নেটিজেনদের দাবি, ভিডিওটি ভাইরাল করতে তারও সহযোগিতা ছিল। তারা মনে করছেন বিষয়টি পুঁজি করে ভাইরাল হতে চান অজনপ্রিয় এই নায়িকা।

এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘ভিডিওটা প্রথম তোমার পেজ থেকেই ভাইরাল হয়েছে, তুমি যদি ওটা এডিট করে ছাড়তে তাহলে ওটা কেউই পেত না। তুমি চাইছিলে তুমি ভাইরাল হও। সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ভাইরালের নেশায় একটা পাগল ছেলেকে এখনও তুমি ব্যবহার করছো।’

অন্য একজন লিখেছেন, ‘তখন তো চুমু খেয়ে ঠিক‌ই কিলবিল করে হাসছিলে, আর এই ভিডিও তো তুমি‌ই ভাইরাল করেছিলে। তখন কি মনে ছিল না মানুষ হাসাহাসি করবে?’

এদিকে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শিরিন শিলার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি কোনো সাড়া দেননি। খুদেবার্তা পাঠালেও দেননি উত্তর।

দৈনিক সরোবর/এমএইচ