ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

বিটিভিতে আজ ইত্যাদির নতুন পর্ব

সরোবর ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৫:০৩ বিকাল  

বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ একযোগে প্রচার হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। রাত ৮টার বাংলা সংবাদের পর এ অনুষ্ঠানের মোংলা পর্বটি দেখানো হবে। অনেক বছর ধরে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গিয়ে ‘ইত্যাদি’ ধারণ করা হচ্ছে। 

তারই ধারাবাহিকতায় এবারের পর্ব নির্মাণ করা হয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে খ্যাত বাগেরহাট জেলার মোংলা বন্দরে; যেটি দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্রবন্দর। সেই মঞ্চ নির্মাণ করে অনুষ্ঠানের দৃশ্যধারণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। তারা আরও জানান, বরাবরের মতোই বিষয় বৈচিত্র্যে সাজানো হয়েছে এবারের পর্বটি। যার শুরুতেই রয়েছে বাগেরহাটকে নিয়ে লেখা একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। 

সংগীতে থাকছে কণ্ঠশিল্পী নাসির ও সানজিদা রিমির পরিবেশনা। অনুষ্ঠানে নিয়মিত আয়োজনের পাশাপাশি রয়েছে কয়েকটি শিক্ষা ও জনসচেতনতামূলক প্রতিবেদন। এ ছাড়াও থাকছে সমসাময়িক বিভিন্ন বিষয় এবং সামাজিক অসংগতি ও সমাজ সংস্কারের ওপর নির্মিত বেশ কিছু নাট্যাংশ।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোলায়মান খোকা, বাবুল আহমেদ, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশীষ ভৌমিক, শবনম পারভীন, জিল্লুর রহমান, আনোয়ার শাহী, কাজী আসাদ, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, আবু হেনা রনি, নিপুসহ আরও অনেকে। ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

দৈনিক সরোবর/ইএইচপি