add

ঢাকা, রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১

রেস্তোরাঁর মালিককে চড় মারলেন সোহম চক্রবর্তী

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ০৬:৪১ বিকাল  

এক রেস্তোরাঁ মালিককে চড় মারলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার (৭ জুন) রাতে কলকাতার নিউটাউনের একটি রেস্তোরাঁর সামনে এ ঘটনায় তুমুল হাতাহাতি হয়। এটি নিয়ে এখন চলছে নানান ধরনের চর্চা। যদিও সোহম নিজেই মারধরের বিষয়টি স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সংবাদ থেকে জানা গেছে, শুক্রবার ( ৭ জুন ) নিউটাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক তার হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তারক্ষীরা উত্তর দেন, ‘বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরানো যাবে না।’

সোহমের নিরাপত্তারক্ষীদের এমন উত্তরে তখন উত্তেজিত হয়ে গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁ মালিক। তিনি অগ্নিশর্মা হয়ে বলেন, ‘বিধায়ক যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে।’

এমনটা বলার পরেই শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। কিছুক্ষণ পর সোহম ঘটনাস্থলে আসেন। একপর্যায়ে হাতাহাতি, তারপর চড়কাণ্ড ঘটে।

এ প্রসঙ্গে সোহমের ভাষ্য, হোটেলের মালিক দাম্ভিক আচরণ শুরু করেন। আমি শুনতে পাই যে, ‘কে এমএলএ আমার জানার দরকার নেই।’ সব থেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে কথা বলেছেন। তখনই মাথাটা গরম হয়ে যায়। তবে হ্যাঁ, মেরেছি।’

দৈনিক সরোবর/এএল