ঢাকা, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ইবির জিয়া হলে ডিবেটিং সোসাইটির নেতৃত্বে তামিম-শাকিল

ইবি প্রতিনিধি

 প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৭:২৭ বিকাল  

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামিম আদনান সভাপতি ও ল’ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। মঙ্গলবার সংগঠন থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

২৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল ইসলাম ও আর এম রিফাত, অর্থ সম্পাদক কিরণ হোসেন, সহ-অর্থ সম্পাদক আহসান হাবিব স্বচ্ছ, প্রচার সম্পাদক ওবাইদুল হক আনাস, সহ-প্রচার সম্পাদক আব্দুল মতিন, দপ্তর সম্পাদক আসিফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আতিক ইসলাম, বিতর্ক গবেষণা বিষয়ক সম্পাদক শোয়াইব বিন আসাদ, সহ-বিতর্ক গবেষণা বিষয়ক সম্পাদক আল আমিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবেল অর্ক, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তন্ময়, আপ্যায়ন বিষয়ক তারিকুল ইসলাম, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক অর্নব হাসান, প্রোগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক নুরুল হোসেন এবং সহ-প্রোগ্রাম পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পাদক রিমন হোসেন। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মামুন হোসেন, রিপন ইসলাম, হাসিন ইন্তেসাফ অর্প ও আতিক ইসলাম।

নবনির্বাচিত সভাপতি তামিম আদনান বলেন, আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে বিতর্ক নানাভাবে অনন্য ভূমিকা রাখে। এই বিতর্কই পারে যুব সমাজকে সময়োপযোগী মানবসম্পদে পরিণত করতে এবং অপ্রীতিকর কোনো কিছু থেকে বিরত রাখতে। নবগঠিত কমিটির সদস্যরা এই বিতর্ক চর্চার মাধ্যমে সময়োপযোগী মানবসম্পদ গড়ে তুলতে দায়িত্ব পালন করে যাবে।

দৈনিক সরোবর/এমআর