ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

আগামী বছরেও পেছাচ্ছে এসএসসি-এইচএসসি পরীক্ষা

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৪, ০৯:০৯ রাত  

আগামী বছর ফের পিছিয়ে যাচ্ছে এসএসসি ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রায় দুই মাস পিছিয়ে এপ্রিলের মাঝামাঝি এসএসসি এবং জুনের শেষ দিকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে ঠিকমতো পাঠদান হয়নি। ফলে সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। এই কারণে চলতি বছরের চেয়ে আগামী বছর অন্তত দুই মাস পরীক্ষা পেছানো হতে পারে।

সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের মার্চ থেকে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এরপর গত বছর থেকে এ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। গত বছর এই পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি থেকে।

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ঈদুল ফিতরের পর এপ্রিল মাসের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

তিনি আরো বলেন, সাধারণত এসএসসির পরীক্ষার দুই মাস পর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষা হবে ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে।

দৈনিক সরোবর/এমই