পরীক্ষার হলে মেয়ে, অপেক্ষারত মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৫:৩০ বিকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন এক শিক্ষার্থী। এ সময় বাইরে অপেক্ষায় থাকা তার মা শামীম আরা বেগম হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শামীম আরা বেগম রাজধানীর মিরপুরে থাকতেন বলে জানা গেছে।
জানা যায়, শামীম আরা বেগম তার মেয়ে আরোয়া তাবাসসুমকে নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসেন। মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিয়ে তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে অপেক্ষা করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আশপাশে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে শামীম আরার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সংবামাধ্যমকে বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করছে।
দৈনিক সরোবর/এমই