ঢাকা, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

৪৩তম বিসিএস: মাধ্যমিকে সহকারী শিক্ষক হলেন ১৪৩

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৮:৫৮ রাত  

৪৩তম বিসিএস থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৩৮ জন নন-ক্যাডার (দ্বিতীয় শ্রেণি) শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) তাদের যোগ দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী- সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে ভূগোল বিষয়ে ৪০ জন, জীববিজ্ঞান বিষয়ে ৪৯ জন, বাংলা বিষয়ে ৩৪ জন এবং ধর্ম বিষয়ে ১৫ জনকে পদায়ন করা হয়েছে।

দৈনিক সরোবার/এমই