সেপ্টেম্বরেই মেট্রোরেল যাবে মতিঝিলে
প্রকাশিত: জুন ০৩, ২০২৩, ০১:১০ রাত

ফাইল ফটো
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই মেগা প্রকল্প যেগুলোর কাজ চূড়ান্ত পর্যায়ে, সেগুলো শেষ করেই উদ্বোধন করতে চায়। এতে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকবে আওয়ামী লীগ।
দেশের উন্নয়নে মানুষের জীবন বদলে গেছে, এটা সবাই অনুধাবন করতে পারছে। সরকার মানুষের উন্নত জীবন নিশ্চিত করতেই উন্নয়নকে গুরুত্ব দিয়েছে। রাষ্ট্রক্ষমতায় থেকে সরকার যদি সাধারণ মানুষের উন্নত জীবনের ছোঁয়া নিশ্চিত করতে না পারে, তাহলে সে সরকার ভোটের রাজনীতিতে হেরে যায়। তবে আওয়ামী লীগ সরকার এতে এগিয়ে আছে এটা জোর দিয়েই বলা যায়।
রাজধানী ঢাকার যানজট লাঘবে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার। কয়েক বছর ধরে নির্মাণ শেষে এটি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। দিনদিন এতে যাত্রী বাড়ছে। বর্তমানে মেট্রোরেল সকাল ৮ থেকে রাত টা পর্যন্ত ১২ ঘণ্টা চলছে। আগামীতে সময় আরো বাড়বে।
রাজধানীবাসী তাকিয়ে আছে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চলবে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। সরকারের ইচ্ছে আগামী সেপ্টেম্বরে মতিঝিল পর্যন্ত চলতে পারবে।
সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করলেও মতিঝিল পর্যন্ত চলাচলের জন্য প্রস্তুত করতে মেট্রোরেলের ট্রায়াল রান জুলাই থেকে শুরু হবে। অপারেশনাল সব কাজ ঠিক রেখে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চলাচলের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্ধারিত সময়ের দুই মাস আগেই অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুর দিকে উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলাচল পুরোদমে শুরুর আশা করছে কর্তৃপক্ষ। এখন চলছে মেট্রোরেলের ওপরে ও নিচের স্টেশনগুলোর প্রবেশ ও বাহির হওয়ার জায়গায় শেষ মুহূর্তের কাজ।
কর্তৃপক্ষ বলছে, আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যেসব স্টেশন রয়েছে, সেসব স্টেশনে প্রবেশ ও বাহির হওয়ার ব্যবস্থাপনার বিষয়ে শেষ পর্যায়ের কাজ চলছে। মাটির নিচেও বেশ কিছু কাজ রয়েছে এবং ওপরেও কিছু রয়েছে। বিভিন্ন স্টেশন গুরুত্বপূর্ণ জায়গায় হওয়ায় বেশ কিছু চ্যালেঞ্জে পড়তে হয়েছে।
মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন সিক্সের অগ্রগতির বিষয় সম্পর্কে কর্তৃপক্ষের দেওয়া তথ্য বলছে, ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশের বাস্তব অগ্রগতি হয়েছে ৯৪ দশমিক ৪৩ শতাংশ। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৯ দশমিক ৬০ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৫ শতাংশ। তৃতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের পূর্ত কাজের অগ্রগতি ২ দশমিক ৩০ শতাংশ। ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেল কোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের অগ্রগতি ৯ দশমিক ৪ শতাংশ।
জুলাই মাস থেকে পারফরম্যান্সের টেস্ট ও সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট রয়েছে। তারপর ট্রায়াল রান শুরু হবে।
মেট্রোরেল চলাচলের সবচেয়ে বড় বিষয় অপারেশনাল, সেটি ঠিক রাখতে হবে। টেস্ট ও ট্রায়ালগুলো একই সঙ্গে চালিয়ে যেতে হবে।
সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু করে দিয়েছে। রাজধানীকেও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলার কাজ শুরু করেছে। তারই অংশ মেট্রোরেল নির্মাণ করা হয়।
সরকার ইতোমধ্যে ভাটারা ও হেমায়েতপুরের দুটি রুটে মেট্রোরেল চালুর পরিকল্পনা নিয়েছে। আশা করা হচ্ছে জুলাই থেকে এর নির্মাণ কাজ শুরু হবে।
সরকার স্মার্ট ঢাকা গড়ার প্রত্যায় নিয়ে রাজধানীতে পাতাল রেল নির্মাণেও উদ্যোগী হয়েছে।
সেপ্টেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে, রাজধানীর যানজট আরো কমে আসবে। মানুষ সাচ্ছন্দে উত্তরা থেকে মতিঝিলে যেতে পারবে।
দৈনিক সরোবর/আরএস