ঢাকা, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আয়ে শঙ্কা: এনবিআর চেয়ারম্যান

সরোবর প্রতিবেদক  

 প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৬:৩৪ বিকাল  

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম শঙ্কা করে বলেছেন যে, রাজনৈতিক অস্থিরতায় রাজস্ব আহরণ কমতে পারে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মিনি করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কার কথা জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় যদি অর্থনীতি বাধাগ্রস্ত হয় তাহলে অবশ্যই রাজস্ব আহরণে নেতিবাচক প্রভাব পড়বে এবং চ্যালেঞ্জের মুখে পড়বে। এতে ভ্যাট আহরণ বাধাগ্রস্ত হবে। আর ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কমালে রাজস্ব কমবে।

তিনি বলেন, নভেম্বরের পর রিটার্ন জমার সুযোগ থাকলেও কর অব্যাহতি রিবেটসহ নানা সুবিধা পাবে না করদাতারা। নতুন আইন অনুযায়ী জরিমানাসহ রিটার্ন দিতে হবে।

দৈনিক সরোবর/এএস