ব্যান্ডউইথের মূল্য পরিশোধ সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ১০:০৬ দুপুর
ইন্টারনেট ব্যান্ডউইথ এবং এই সংক্রান্ত পরিষেবা আমদানির মূল পরিশোধের ক্ষেত্রে ব্যাংকগুলোকে আগের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হবে না। তারা নিজেরাই যাচাইবাছাই করে এসব পেমেন্ট করতে পারবে।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
তবে এই পেমেন্ট করতে ব্যাংকগুলোকে কিছু নির্দেশনা পালন করতে হবে বলে নতুন জারি হওয়া সার্কুলারে উল্লেখ রয়েছে।
এজন্য নিম্নোক্ত নথিযুক্ত আবেদনপত্র সংগ্রহ করতে হবে ব্যাংকগুলোকে। এগুলো হলো– নির্দিষ্ট ওই পরিষেবার জন্য যথাযথ কর্তৃপক্ষের থেকে নেওয়া লাইসেন্সের কপি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে চুক্তির কপি, যে-সব ক্ষেত্রে প্রযোজ্য সেসব ক্ষেত্রে বিটিআরসি এবং অন্যান্য যথাযথ কর্তৃপক্ষের নিয়ন্ত্রক অনুমোদনের কপি, সংশ্লিষ্ট ইনভয়েসের কপি, সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমস্ত প্রযোজ্য কর বা ছাড়ের সার্টিফিকেট প্রদানের সাথে সম্পর্কিত ডকুমেন্টারি প্রমাণ, এবং ভুল বা অতিরিক্ত রেমিট্যান্সের ক্ষেত্রে প্রেরিত পরিমাণের অর্থ অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানো হবে মর্মে আবেদনকারী সংস্থার কাছ থেকে একটি অঙ্গীকারনামা।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ইন্টারনেট ব্যান্ডউইথ ও সংশ্লিষ্ট পরিষেবা আমদানির পেমেন্ট করতে হলে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। ব্যাংকগুলো নিজেরা আমাদের প্রেসক্রাইব করা তথ্যগুলো যাচাই করে নিজেরাই পেমেন্টের সিদ্ধান্ত নিতে পারবে।
দৈনিক সরোবর/এএস