‘ব্যালটের চেয়ে ইভিএম ভালো’ ভোট শেষে ৯৫ বছরের বৃদ্ধ
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৩:৩৩ দুপুর

ছবি: ইন্টারনেট
গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ইভিএমে প্রথমবারের মতো ভোট দিয়েছেন ৯৫ বছর বয়সের হাজী আফসার উদ্দিন।
বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর উপজেলা নলজানী ইউনিয়নের বাড়ীয়ালী নলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে একই দিন সকাল ৮টায় ভাতিজা আর নাতনির সঙ্গে ভোট দিতে আসেন।
ইভিএমে ভোট দিয়ে সাংবাদিকদের আফসার উদ্দিন জানান, ‘ব্যালটের চেয়ে ইভিএম খুব ভালো।’
আফসার উদ্দিনের ভাতিজা শফিকুল ইসলাম জানান, কাগজে চাচার বয়স ১৯২৮ সালের ২ জানুয়ারি লেখা থাকলেও তার বয়স আমাদের পারিবারিক হিসাবে ১০৫ বছর চলছে। আমাদের বাড়ি নলজানি গ্রামেই। তার চার ছেলে ও ২ মেয়ে রয়েছেন।
এর আগে একই দিন সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মেয়র পদে প্রার্থীরা হলেন, অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান (আওয়ামী লীগ-নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), জায়েদা খাতুন (স্বতন্ত্র-টেবিলঘড়ি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)।
দৈনিক সরোবর/এমএইচ