বাড়ি ফিরতে চায় ‘সোহাগ’
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৮:১১ রাত

ছবিঃ প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী রেলস্টেশনে সোহাগ নামের এক কিশোরকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয়রা রাত ৯টার দিকে স্টেশনের প্লাটফর্মে ১০ বছরের কিশোরকে কাঁদতে দেখে। তাকে উদ্ধার করে আদিতমারী থানার সোপর্দ করে তারা।
থানা পুলিশ ও সংবাদকর্মীদের জিজ্ঞাসায় কিশোর সোহাগ জানায়, তার নাম সোহাগ। ট্রেন ভুল করে এসেছে। তার বাবার নাম রাজ্জাক। মায়ের নাম কাজলী। তারা দুই ভাই, দুই বোন। এক বোনের বিয়ে হয়েছে। এর বেশি তেমন কিছু সে বলতে পারছে না।
পথহারা সোহাগ এক পর্যায়ে মাথা নেড়ে বলে তার বাড়ি গাইবান্ধা। ট্রেনে উঠলে সে পথ হারিয়ে এখানে চলে আসে। খুবই কম কথা বলা উদাসীন সোহাগের আবছা বর্ণনায় ধারণা করা হচ্ছে, তার বাড়ি গাইবান্ধা রেল স্টেশনের আশপাশের কোনো এক স্থানে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, সোহাগকে নারী ও শিশু বান্ধব অফিসারের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বাড়ির ঠিকানার খোঁজ চলছে। ঠিকানা না পাওয়া গেলে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। থানায় জিডি নোট রাখা হয়েছে।
দৈনিক সরোবর/এমএইচ