আত্রাইয়ে রোজার শুরুতে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৬:২২ বিকাল

নওগাঁর আত্রাইয়ে হাইয়া আলাল ফালাহ্ এর উদ্যোগে দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন ক্রিয়েটিভ মডেল একাডেমী স্কুল চত্বরে উপজেলার ৮টি ইউনিয়নের ৮০জন দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
হাইয়া আলাল ফালাহ্ দাতা সংস্থার উপজেলা শাখার আহবায়ক ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাইয়া আলাল ফালাহ্ দাতা সংস্থার সদস্য আ্যড: ওয়ালী উল্লাহ, রণশীবাড়ী হাইস্কুলের সহকারী শিক্ষক ওসমান গনি, শাহীন আহমেদ , আহসান হাবিব, ময়েন উদ্দীন সহ আরো অনেকে।
বিতরণকালে খাদ্য তালিকায় ছিল, ১৫কেজি চাল, ১কেজি সয়াবিন তেল, ১কেজি ছোলা, ১কেজি খেজুর, ৩০টি ডিম, আধাকেজি মুড়ি, ১কেজি ডাল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে খবিরুল ইসলাম বলেন, হাইয়া আলাল ফালাহ্ একটি দাতা সংস্থা। এলাকার অসহায় দরিদ্র মানুষের দারিদ্র্য মোচনে কাজ করে থাকে।