ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কুড়িলে এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ব্যারিকেড ভাঙচুর

সরোবর প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৫:৫৯ বিকাল  

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিকআপ ভর্তি কিছু ব্যক্তির সঙ্গে টোলপ্লাজার কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে প্লাজার ব্যারিকেড ভেঙে ফেলেন পিকআপ ভ্যানের ব্যক্তিরা।

বুধবার সকাল ৯টার কিছু পরে ঘটে যাওয়া এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, প্রায় ৩০-৪০ জনকে নিয়ে একটি পিকআপ ভ্যান টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ পাঞ্জাবি পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলছেন। সে সময় অন্যরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে।
তবে পিকআপ ভ্যানে কারা ছিল এ তথ্য দিতে জানা যায়নি।

এই বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এএইচএম আখতার গণমাধ্যমকে বলেন, কিছু লোকজন পিকআপ ভ্যানে যাচ্ছিল। আমরা তো এভাবে পিকআপ ভ্যান এলাউ করি না। মোটর সাইকেল সিএনজি বা পিকআপে এভাবে লোকজন এলাউ করা হয় না। টোল প্লাজায় তাদের এভাবেই বলা হয়েছে।

তিনি আরো বলেন, সে সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা এমন ঘটনা ঘটান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।

দৈনিক সরোবর/এএস