বকশিবাজারে ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৬:৫০ বিকাল
রাজধানীর বকশিবাজার মোড়ে দায়িত্বরত থাকা এক ট্রাফিক পুলিশ কনস্টেবলের ওপর অতর্কিত হামলা করেছে তিন দুর্বৃত্ত। এ ঘটনায় দায়িত্বরত থাকা সাখাওয়াত নামের ওই ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজধানীর বকশিবাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ২টার দিকে বকশিবাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল সাখাওয়াতের ওপর তিনজন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। দুর্বৃত্তরা ওই ট্রাফিক কনস্টেবলকে কিল-ঘুসি মারে।
ওসি রেজাউল হোসেন আরো বলেন, হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের পরবর্তী আইনি কার্যক্রম চলমান।
দৈনিক সরোবর/এমই